নেটওয়ার্ক সেক্টরে চাকুরীর জন্য আপনি রেডি তো ❓ আমরা সকলেই চিন্তা করি কেন চাকুরী হচ্ছে না কিন্তু কখনও কি নিজেকে প্রশ্ন করেছেন আপনার স্কিল কি ❓ বর্তমান বাজারে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের চাহিদা অনেক। আপনি যেকোন সাবজেক্ট থেকে পড়াশুনা করে একজন দক্ষ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারবেন। একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার জন্য দরকার আপনার মনোবল এবং সাথে প্র্যাকটিক্যাল কাজ জানা।আপনি যদি নেটওয়ার্কিং কে ক্যারিয়ার হিসেবে বেছে নেন তাহলে আপনি লোকাল বা আন্তর্জাতিক বাজারে চাকরির অভাব নেই। নেটওয়ার্ক সেক্টরে চাকুরীর জন্য সম্পুর্ণ হাতে কলমে দক্ষতা অর্জন করতে হবে বিভিন্ন রাউটার, সুইচ সম্পর্কে।
নেটওয়ার্কিং এর জবের জন্য একটি ইস্টুদেন্ট পড়াশোনার পড়ে মনে করে CCNA অথবা Basic Networking শিখলেই আমি হইতো কোন জব এ জয়েন করতে পারব। কিন্তু চাকরির এখন যে বাজার আপনি যদি সঠিক ভাবে স্কিলফুল না হন আপনি কখনোই ভাল কোন জবে জয়েন করতে পারবেন না। একটি কোম্পানির দরকার স্কিলফুল একটি এমপ্লয়ি আর আপনার দরকার ভাল মানের চাকরি। এর জন্য আমরা চেষ্টা করে থাকি আপনি যেন শুধু মাত্র CCNA না শিখে একটি বিডি জব পোস্ট দেখে যেন ৮০% কাভার করতে পারেন এভাবে কোর্স মডিউল সাজিয়েছি। আমরা বিশ্বাস করি আপনি একটি ইস্টুদেন্ট যদি সব গুলো ক্লাস করে এবং মেন্টরের কাজগুলো সঠিক ভাবে করে তাহলে কোর্স শেষে নিজের যোগ্যতাই তিনি জব পেয়ে যাবেন। আর আমরা অবশ্যই তাদেরকে জবের জন্য রেফার করব।